রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা ট্রাক চালকদের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমেদ লিটন। প্রায় ২শ ট্রাক চালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সোমবার সকালে দাপাস্থ ট্রাক চালক সমিতির কার্যালয়ে ট্রাক চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফিরিদ আহমেদ লিটন দাপা ট্রাক চালক সমিতির সভাপতি।
এসময় ফরদিদ আহমেদ লিটন বলেন, প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে আমাদের বাঁচার এক মাত্র পথ হচ্ছে নিজ ঘরে অবস্থান করা। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। লিটন বলেন, এই ভারাস থেকে নিজে এবং পরিবারকে বাঁচাতে হলে এখনি আমাদের সর্তক হয়ে চলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক বাবুল হোসেন, সহ-সম্পাদক বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক জাতির হোসেন, দপ্তর সম্পাদক মো: বাবুল প্রমুখ।
Leave a Reply