বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাড়িওয়ালার অশ্লীল গালাগালির প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩জনকে পিটিয়ে আহত করেছে বাড়িওয়ালা মুনসুর ও তাঁর কিশোরগ্যাং লিডার ছেলে সোহাগ। গত সোমবার সন্ধ্যায় ফতুল্লা তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জুয়েল ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
আহত জুয়েল জানায়, সোমবার সন্ধ্যার পর তুচ্ছ ঘটনা নিয়ে বাড়ির মালিক আমাদের অশ্লীল গালিগালাজ করেন। আমি এর প্রতিবাদ জানালে বাড়ির মালিক মুনসুরের সাথে আমার বাকবিতন্ডা হয়। এর জের ধরে মুনসুর তার ছেলে কিশোর গ্যাং লিডার সোহাগ, সোহেল, রাসেলসহ আরো ৩/৪জন আমার উপর হামলা চালায়। এসময় আমার এসএসসি পরীক্ষার্থী মেয়ে এবং স্ত্রী আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীদের হামলা আমার একটি হাত ভেঙ্গে যায়। এ ঘটনায় জুয়ের হোসেন বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply