শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনায় অংশ নেয় নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আজ বিকেল ৩ টায় শুরু হওয়া ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশ নায়ক তারেক রহমান, প্রধান বক্তা বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুকে দেশ নেতা তারেক রহমান সহ সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মহানগর যুবদলের সহ সভাপতি রানা মজিব, রিটন দে, শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদ রশিদুর রহমান রশো, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান জুলহাস, আলামিন খান, শেখ মোঃ অপু, প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির, সাইফুর প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আক্তার হোসনে, কাজী নুর আলম, মো. বাহার, আসলাম, ইব্রাহিম, দুলাল হোসেন, গাজী মাসুম, আসাদ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, মোজ্জামেল হক, মিজানুর রহমান, সোহেল খান বাবু, হুমায়ুন কবির, সদর থানা যুবদল নেতা রানা মুন্সি, মোঃ শহিদ, মোঃ মুসা, ওসমান গনি, শিকদার বাপ্পি, সেলিম, আল মামুন সহ কয়েক শত নেতাকর্মী প্রমুখ।
এ সময় নেতা কর্মীরা দেশ নেতা তারেক রহমানের বক্তব্যে উজ্জিবিত হয়ে মহানগরের সভাপতি মাকছুদুল আলম খন্দকারের শপথ গ্রহন করে বলেন শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও স্বৈরাচারি সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পূর্ন প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ। আলোচনা সভা শেষে সভাপতি খোরশেদ বলেন, দেশ নায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের প্রতি ভার্চুয়াল মিটিংয়ে অংশ গ্রহন করতে সুযোগ করে দেওয়া কৃতজ্ঞতা জানান।
Leave a Reply