আবদুর রহিম
মাশুকুল ইসলাম রাজিবের ত্যাগের প্রতিদান কি দিয়ে দিবেন কেন্দ্রীয় এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজিব সমর্থক ছাড়াও খোদ বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
বিএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থীতা প্রত্যাহার করে নেন রাজিব। ফলে জেলা বিএনপির কাউন্সিলের দিন দলের ভারপ্রাপ্ত তারেক রহমানসহ উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রশংসা করেন।
কিন্তু, কাউন্সিলের পর থেকে দলের নেতাকর্মীদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হচ্ছে ত্যাগের প্রতিদান হিসেবে কি পাবেন?
উল্লেখ্য, ১৭ জুন অনুষ্ঠিত কাউন্সিলে রাজিব সাধারণ সম্পাদক পদে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কাউন্সিলের ৩দিন আগে বিএনএফএর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে কেন্দ্রীয় বিএনপি তাঁকে শোকজ করেন এবং কাউন্সিলের আগের দিন মধ্যরাতে রাজিব প্রার্থীতা প্রত্যাহার করেন।
প্রসঙ্গ, মাশুকুল ইসলাম রাজিব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন সাহসী নেতা। জেলা জুড়ে তাঁর বিশাল কর্মী সমর্থক রয়েছে।
Leave a Reply