নারায়ণগঞ্জের খবর:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,আমাদের গৌরবের ইতিহাসে কালিমা লেপন করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, যারা একাত্তরের সময়ে আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, আমাদের স্বাধীনতাকে যারা পরাজয় হিসেবে ধরে নিয়েছে, সেই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি বলে এই ষড়যন্ত্র করছে।
মুক্তিযুদ্ধের সময় আমেরিকার ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের বাধা দেওয়ার জন্য যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এমনকি দেশ স্বাধীন হওয়ার পর আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করেছিলেন সে দিন বাধা দেওয়া হয়েছিল, বাংলাদেশকে যেন জাতিসংঘের সদস্য করা না হয়। তাদের কাছ থেকে আজকে সবক নিতে হয়, আমাদের গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হবে।’
মন্ত্রী বলেন, আজকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখবো।’ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজকে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে। স্বাধীনতার পতাকাকে খামছে ধরার জন্য শকুনরা যেভাবে এগিয়ে আসছে, এদের মোকাবিলা করতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply