মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে র্যাব-১১। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও শিমরাইল এলাকায় অবস্থান নিয়ে একসঙ্গে চলাফেরা এবং কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করে মাইকিং করা হয়। জনসমাগম ঠেকাতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসমাগম যেন হতে দেওয়া না হয় সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা রয়েছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বেশি মানুষ যেন একসঙ্গে না হয় সে বিষয়ে সচেতন করতে মাঠে রয়েছি।
মানুষকে কোনো কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা মনে করি নারায়ণগঞ্জবাসী সচেতন এবং তারা এ নির্দেশনা মেনে চলবেন।
Leave a Reply