মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ধর্ষণ মামলায় কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল অরুফে দর্জি শ্যামলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোরে কাশীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে যুবলীগ নেতাকে গ্রেফতারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শ্যামলের সন্ত্রাসী বাহিনীর হামলা শিকার হয়েছে একাধিক সাংবাদিক। এসময় শ্যামলের চারপাশ ঘিরে ছিল একটি সন্ত্রাসী বাহিনী।
আহত সাংবাদিকদের অভিযোগ, আমরা শ্যামলের ছবি তুলতে গেলে এস আই মোবারক আমাদের ছবি দিতে অপরাগতা প্রকাশ করেন। শ্যামলকে বের করার সময় আমরা ছবি তুলতে গেলে শ্যামলের সহযোগীরা আমাদের উপর হামলা চালায়। ঘটনার জন্য এস আই মোবারক দায়ি।
এদিকে সাংবাদিকদের উপর হামলায় জড়িত লিটন নামে এক সন্ত্রাসীকে আটক করে ফতুল্লা থানা পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় ৫জনকে নামীয় এবং অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, আমি সিসি টিভির ফুটেজ দেখেছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply