নিজস্ব প্রতিবেদকঃ সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা ছত্রদলের কমিটি নিয়েও শুরু হয়েছে নানা বিতর্ক। বিবাহিত, ডাকাত এবং হত্যা মামলার আসামীদের কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব বিতর্কীতদের মধ্যে অন্যতম জেলা ছাত্রদলের সহ-সম্পাদক পদে আসিন হোসেন আলী। তাঁর বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। হত্যা মামলায় দীর্ঘদিন হাজতবাসও করেছেন।
নারায়ণগঞ্জ ছাত্রদলের তৃনমূলের নেতাকর্মীদের মতে, এসব চিহ্নিত অপরাধীদের চিহ্নিত করে কমিটি থেকে বাদ দেয়া প্রয়োজন। অন্যথায় নারায়নগঞ্জ জেলা ছাত্রদল পূর্বের ঐতিহ্য হারাবে।
তথ্যমতে, ২০১৮ সালের জানুয়ারী মাসে ফতুল্লায় পুলিশ সোর্স সোহাগকে পিটিয়ে হত্যা করে হোসন আলী বাহিনী। হোসের বড়ো ভাই যুবলীগ ক্যাডার হাসান আলীর মাদকের চালান ধরিয়ে দেয়ার অপরাধে হোসেন আলী ও তাঁর বাহিনীর সদস্যরা সোর্স সোহাগকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় হোসেন আলী গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল। অপর দিকে, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে হোসেন আলীর ভাই হাসান আলীকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়।
হেসেন আলী ফতুল্লার দাপা কবরস্থান রোড এলাকার আজগর আলীর পুত্র।
Leave a Reply