রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

না’গঞ্জ বিএনপি’র ৩১৯ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের খবরঃ মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ থেকে ৩শ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল ইসলাম জিয়া, বিএনপি নেতা আকরাম প্রধান, লিংকন, মঞ্জু সহ ১৯ জনের নামীয় এবং ৩শ অজ্ঞাত নেতাকর্মী।

এ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপি নেতা নূর এলাহী সোহাগ, হানিফ, স্বপন মিয়া, কামরুল হাসান ও মামুনকে পুলিশ গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার একাধিক সূত্র জানান, ১৬ ডিসেম্বর সকালে বিএনপি শহরে বিজয় র‌্যালি বের করার সময়ে পুলিশ বাধা দেয়। ওই সময় সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীনসহ আরও একজন এসআইকে শারীরিক লাঞ্ছিত ও মারধর করে বিএনপির নেতাকর্মীরা। এমনকি ওই সময়ে ওই পুলিশ পরিদর্শকের ইউনিফর্ম ধরে টানাটানি ও তাকে মারধর করে বিএনপির কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে র‌্যালিটি ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় সদর মডেল থানায় নাশকতা, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশের একজন ইন্সপেক্টরসহ পুলিশের কয়েকজন অফিসার মারধর করাসহ বিভিন্ন অভিযোগে বিএনপিসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD