বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) পালিত হয়েছে। প্রায় সাড়ে ১৪শত বছর পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর পৃথিবীতে জন্ম গ্রহন করেন। এই দিনটিতে স্মরনীয় করে রাখতে মুসলিম সম্প্রদায় নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে রোববার সকালে নগরীর সিটি করপোরেশন সংলগ্ন আজেদীয় জামে মসজিদের সামনে থেকে জসনে জুলুসের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। জসনে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান পীরজাদা আল্লামা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী, যুব হিজবুর রসূল (সা:) কমিটির সভাপতি পীরজাদা সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নির্বাহী উপদেষ্টা রহমতউল্লাহ সেন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহ সভাপতি মো: নুরুল ইসলাম।
Leave a Reply