বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১০ জুলাই বিকাল ৪টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ আহম্মেদ লিটন বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সমাজের দূর্গতি তুলে ধরেন। সকালের চায়ের টেবিলে পত্রিকা না হলে যেন জমেই না। করোনা পরিস্থিতিতে সাহসের সাথে সাংবাদিকরা সমাজের অনিয়ম-দূর্নীতি তুলে ধরেছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এসময় তিনি অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনলাইন নিউজপোর্টাল নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সেলিম, কার্যকরী সদস্য আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী শিশির, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের সহ-সম্পাদক মোঃ আব্দুল খালেক টিপু, নারায়ণগঞ্জের খবর ২৪ ডট কমের সহ-সম্পাদক জাকির হোসেন রবিন, ঢাকা হেডলাইনসের স্টাফ রিপোর্টার খোকন প্রধান, নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের বার্তা সম্পাদক সাগর সিদ্দিকী, স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, স্টাফ রিপোর্টার জুয়েল আরমান, ইউনুস মাস্টার, তৌকি, সানী, রাসেল, আরিফ প্রধান, আমির হোসেন মোল্লা, আরিফ হাসান প্রমুখ। এসময় আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি পালন করা হয়।
Leave a Reply