June 7, 2023, 6:45 am
নারায়ণগঞ্জের খবরঃ এ নারায়ণগঞ্জ নিয়ে খেলতে দেওয়া হবে না। ষড়যন্ত্র মোকাবেলায় যে ভাষায় জবাব দেওয়া দরকার সেই ভাষাতেই কড়া জবাব দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে পঞ্চবটিতে আকবর টাওয়ারে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, যারা নারায়ণগঞ্জকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধেই এ সমাবেশ হবে যাতে তাদের বুক থর থর কাঁপে। সে সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটাতে হবে। এ সমাবেশ দেখে শেখ হাসিনা যেন গর্ববোধ করতে পারে।
তিনি বলেন, যে কর্মীরা আমার জন্য এতো কিছু করছে তাদের কেউ বিনা কারণে আচড় দিয়া দিবে, তাদের নামে বদনামের সিল লাগায়ে দিবে? না! আওয়ামী লীগকে বদনাম করার চেষ্টা করলে চলবে না। আমরা সবাই শেখ হাসিনার কর্মী। শামীম ওসমান বলেন, যেখানে জানানোর দরকার জানাচ্ছি। যেখানে বলার দরকার বলছি। প্রবলেমটা হইছে সরকারি দল। সরকারি দল না হইলে এতো বড় বড় সিনিয়র নেতা দরকার ছিল না। শুধু তোলারাম কলেজের ছাত্রদের দিয়াই হইয়া যাইতো
মতবিনিময় সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি শহীদুল্লাহ, এমএ আউয়াল, যুগ্ম সম্পাদক বিএম শফি, সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহামুদ, বদিউল আলম বদু, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরিন বেগম, জেলা কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোমেন শিকদার, প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভুইয়া, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক মাস্টার, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারন সম্পাদক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সহসভাপতি শরিয়তউল্লাহ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply