December 1, 2023, 12:13 am
নারায়ণগঞ্জের খবর: গাইবান্ধায় নতুন করে চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা একই পরিবারের সদস্য। ওই পরিবারের নারায়ণগঞ্জ ফেরত এক সদস্যের মাধ্যমে তারা করোনায় সংক্রমিত হন। এ নিয়ে গাইবান্ধা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।
নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির স্ত্রী, ছেলে ও দুই ভাই রয়েছেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মীরাপাড়ায়। আগের আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি নিজ বাড়িতে ফেরেন। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন রাখা হয়।
জেলায় প্রথম আক্রান্ত হন দুই আমেরিকা প্রবাসী। তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হন সদর, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জের আরও চার জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে আসা গোবিন্দগঞ্জ, সাঘাটা ও সাদুল্যাপুরের তিন জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, গাইবান্ধায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১৪ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালসহ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। সংক্রমণ ঠেকাতে কয়েকদিনে জেলায় প্রবেশ করা প্রায় ১ হাজার ৪০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়ায় গাইবান্ধা জেলাকে ঝুঁকিপূর্ণ ও হটস্পষ্ট হিসেবে চিহ্নিত করা হয়। সংক্রমণ এড়াতে গত শুক্রবার বিকাল থেকে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন। কিন্তু পাঁচ দিনেও রাস্তাঘাট ও হাটবাজারে মানুষের উপস্থিতি কমেনি। প্রতিদিনই কারণে-অকারণে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। যদিও প্রশাসন সার্বিক চেষ্টা-তৎপরতা অব্যাহত রেখেছে।
তবে সুশীল সমাজের দাবি, প্রশাসন আরও কঠোর না হলে মানুষকে বাইরে বের হওয়া থেকে আটকানো যাবে না। সংক্রমণ ঠেকাতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও মনে করেন তারা।
Leave a Reply