November 30, 2023, 6:52 am
নারায়ণগঞ্জের খবর: টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য জানানা।
আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়িতে এসেছেন।
জেলা সিভিল সার্জন বলেন, ‘ওই ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়ি মির্জাপুরের ভাওড়া গ্রামে আসেন। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার অসুস্থতার খবর জানতে পেরে সোমবার (৬ এপ্রিল) নমুনা সংগ্রহ করে। সেই নমুনা ওইদিনই ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে আমাকে জানানো হয় ওই ব্যক্তি করোনা পজেটিভ। আক্রান্ত ব্যক্তি এখনও নিজ বাড়িতেই আছেন। তার শারীরিক অবস্থাও ভালো আছে। রিপোর্টের কাগজ হাতে আসলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a Reply