শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৭৫৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে ৬৫৮ কোটি ৬৬ লাখ টাকা আয় এবং ৬৫১ কোটি সাড়ে ১৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ কোটি সাড়ে ৪৮ লাখ টাকা।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, জেলা প্রশাসকসহ বিভিন্ন সংস্থার সহযোগীতা না পাওয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত শিশু বান্ধব নগর গড়তে পারছি না। তারা সরকারি জায়গাগুলো হীনস্বার্থে ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে, কিন্তু সিটি করপোরেশনের উন্নয়নের জন্য দিচ্ছে না। মেয়র আইভী অভিযোগ করেন, নগরীর সৈয়দপুর লুহিয়ার মাঠের জায়গা জেলা প্রশাসকের কাছে সিটি করপোরেশন বরাদ্দ দেওয়ার জন্য আবদেন করেছে। কিন্তু জেলা প্রশাসন সিটি করপোরেশনকে না দিয়ে জায়গাটি ব্যক্তির কাছে বরাদ্দ দিয়ে দিচ্ছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠান মেয়র আইভী বলেন, সিটি করপোরেশন বিআইডব্লিউটিএ, রেলওয়ে, রাজউকসহ যতগুলো সংস্থার বিরুদ্ধে মামলা করেছে তা নারায়ণগঞ্জবাসীর সুযোগ সুবিধার কথা চিন্তা করে করেছে। মেয়র আইভী জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুইপার কলোনী নির্মাণ কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন বহুতল ভবনে নারায়ণগঞ্জ ইতিহাস সংরক্ষণে যাদুঘর তৈরি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, নিবার্হী কর্মকর্তা আবুল আমিন।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD