September 27, 2023, 7:59 am

নিস্ক্রিয়, বহিরাগতদের নিয়ে ফতুল্লা বিএনপির আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ আকস্মিক ভাবেই ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সাথে জেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন অনুমোদন দিয়েছে নতুন আহবায়ক কমিটি।শহিদুল ইসলাম টিটু কে আহবায়ক ও এডঃ আব্দুর বারী ভুইয়া কে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে সুলতান মাহমুদ মোল্লা,আলাউদ্দিন খন্দকার শিপন
রিয়াদ মোহাম্মদ চৌধুরী,মো: শহীদুল্লাহ,
মো: বিল্লাল হোসেন,লোকমান হোসেন,নজির আহাম্মদ,মঈনুল ইসলাম রতন,মো: হাসান আলী,মাহবুবুর রহমান সুমন। তাছাড়া সদস্যরা হলেন খন্দকার মনিরুল ইসলাম,
স,ম নুরুল ইসলাম,মো. লুৎফর রহমান খোকা, মো. জাহিদ হাসান রুজেল,মো. নজরুল ইসলাম পান্না মোল্লা,মো. মিলন মেহেদী,মো. রুহুল আমিন শিকদার,এ. কে. এম. হেলাল উদ্দিন,কবির প্রধান,মো. নাসিম আবদিন,মো. সমুন আকবর,মো. একরামুল কবির মামুন,মো. মন্টু মিয়া,রহিমা শরীফ মায়া,সিরাজুল ইসলাম সিরাজ,নজরুল ইসলাম মাদবর, নজরুল মেম্বার,এ্যাড. আলমগীর,মো. জামিল খান স্বাধীন,মো. সৈয়দ জাকির হোসেন,এ্যাড. খন্দকার আক্তার হোসেন,মো. নুর আলম,মো. আলমগীর,মো. হেদায়েত উল্লাহ খোকন,মো. মামুনুর রশিদ মামুন,মো. মাখলেকুল মান্নান পায়েল,মো. কায়েস আহাম্মদ পল্লব,এম.এ. লতির তুষার,বাবুল আহাম্মদ,মো. আনিসুর রহমান,মো. আরিফুর রহমান আরিফ,মো. নুরুল ইসলাম লাভলু,কামাল উদ্দিন,মো. মুসলিম,মো. জাহাঙ্গীর আলম,মো. ওমর আলী,আহসান হাবিব পলাশ,মিসেস মিতা, মো. শওকত আলী।

নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক শহিদুল ইসলাম টিটু বলেন, তিনি শুনেছেন আগের আহবায়ক কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং নতুন করে আহবায়ক কমিটি ঘোষনা করার কথা রয়েছে। এখনো তিনি হাতে কাগজ পাননি।হয়তো আগামীকাল সকালে তিনি কাগজ হাতে পাবেন। তিনি আরো বলেন দল তাকে যে দ্ধায়িত্ব দিবে তৃনমূল পর্যায়ের সকল কে নিয়ে তা সঠিক ভাবে কাজ করবে। তিনি সকলকে নিয়ে কাজ করবেন বলে জানান।

আহ্বায়কের পদ থেকে রোজেলের বাদ পড়া প্রসঙ্গে থানা বিএনপির নেতাদের দাবি, গত বছর ঈদের পর জাহিদ হাসান রোজেল ফতুল্লা থানা আ’লীগের নেতাদের সাথে টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলেন। মাজারে প্রবেশ না করলেও মাজার প্রাঙ্গনে গিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের অপমান করেছিলেন। তিনি সাধারণ একজন কর্মী হলে কোন সমস্যা ছিল না। কিন্তু দায়িত্বশীল পদে থেকে তার আ’লীগ নেতাদের সাথে সখ্যতা ভালো চোখে দেখেনি কেন্দ্র। সে ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। যেখানে সবকিছু স্পষ্ট হয়েছিল।

এদিকে নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে জাহিদ হাসান রোজেল কে ১৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। আর আগের কমিটির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লার অবস্থান রোজেলের পর। নব গঠিত এ কমিটিতে থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের ছায়া নেই বললেই চলে। পুরো কমিটিই জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন নিজের মতো করে সাজিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ২০ জানুয়ারি ফতুল্লা থানা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল জেলা বিএনপি। ওই কমিটিতে রোজেলকে আহ্বায়ক ও টিটুকে সদস্য সচিব করা হয়েছিল। কিন্তু কমিটি গঠনের পর একটি প্রোগ্রামের রোজেল-টিটুকে এক সাথে দেখা যায়নি। তারা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করেছিলেন। দুই নেতার মতানৈক্যের কারনে ফতুল্লা থানার কোন ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি গঠন করা সম্ভব হয়নি। ফতুল্লায় বিএনপির যে কোন আন্দোলন সংগ্রামে রোজেল শাহ আলম পন্থীদের নিয়ে মাঠে কাজ করতেন। আর টিটু ফতুল্লা বিএনপিতে প্রভাব তৈরি করেছিলেন সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সাথে নিয়ে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD