September 26, 2023, 5:11 am
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার পাগলায় এক গামেন্টর্সকর্মী (১৮) গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাত ১টায় এ ঘটনা ঘটে।
এদিকে গামেন্টর্সকর্মীকে গণধর্ষণের ঘটনায় ৬ যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রবিন(২১),আল আমিন(২১), হিমেল(২০),মোস্তাক(২২) ও মাসুম(২০)।
ধর্ষিতা গামেন্টর্সকর্মীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিসিক ২ নং গলিতে অবস্থিত একটি গামেন্টর্সে কাজ করে ধর্ষণের শিকার গামেন্টর্স কর্মী। কাজের চাপ বেশী থাকায় রাত ১২টায় ছুটি হয়। এসময় তার বান্ধবীকে সঙ্গে করে পঞ্চবটি থেকে অটোযোগে পাগলা খেয়াঘাটে গেলে মাসুম নামের একযুবক মোবাইল ফোনের মাধ্যমে অন্যন্য যুবকদের ডেকে এনে গামেন্টর্সকর্মীকে পার্শ্ববর্তি বালির স্তুপের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার রাতেই ধর্ষিতা ফতুল্লা মডেল থানায় অভিযোগ করলে পুলিশ পাগলা ও আলীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়, ঘটনার সঙ্গে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply