নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজারে জুতা কেনা-বেচাকে কেন্দ্র করে দুই নারীকে মারধর ও লাঞ্ছিত করে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার(১৭মে)দুপুরে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাসস্ট্যান্ডস্থ পাগলা ইউনুছ সুপার মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত জায়েদা বেগম(৫০) জানান,জুতা বিক্রয়ের দর কষাকষি নিয়ে কথাকাটাকাটি হয়।এক পর্যায়ে দোকানদার ইমন টাকা ও জুতা কোনটাই দিবেনা বলে জানায়।এমন সময় দোকানদার ইমন হাতে থাকা ছাতা দিয়ে মাথায় আঘাত করে,তার কলেজ পড়ুয়া মেয়ে থামাতে গেলে তাকেও মারধর করে লাঞ্ছিত করে ইমন।এ সময় তাদের চিৎকারে আশপাশের দোকানীরা এগিয়ে এসে তাদের কে উদ্বার করে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার ইমন দোকান ফেলে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে,অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply