নিজস্ব প্রতিনিধিঃ আলোচিত ফতুল্লা পাগলার জেলেপাড়ায় দিন দুপুরে ছাত্রলীগ নেতা রাজিব ওরফে ভিপি রাজিবকে (২০ এপ্রিল) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুতুবুপুরের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরুর আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গত ( ২০ এপ্রিল) সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা রাজীব ওরফে ভিপি রাজীবকে মিঠুন বাহিনীরা কুপিয়ে আহত করে৷ এতে গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, পরে একইদিন ( ২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভিপি রাজীব।
এ ঘটনায় রাজিবের বাবা আসু তালুকদার বাদী হয়ে পাগলা জেলেপাড়ার মিঠুন (৩৭), রাব্বি(২৪), ইয়াসিন(২০), কাউছার (২৭), মিলন(৪০), আলামিন ওরফে কেবলা আলামিন(২৭), সানজিদ(৩৭), চাঁদ শিকদার সেলিম(৩৫),ফয়সাল (২২), সোলেমান ওরফে কুট্টি(৩৭), আ: জলিল(৫০), মানিক ওরফে কুত্তা মানিক(৪০)সহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং ৬) দায়ের করেন।
মামলার দুই আসামি চাঁদ শিকদার সেলিম, তার সহযোগী সোলাইমান কুট্রি গ্রেপ্তার হলেও। অধরা মূল হত্যাকারীরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ,পাগলা জেলেপাড়া এলাকার ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী হাবিব শেঠ এর ভাগিনা মিঠুন। মামা ক্রস ফায়ারে নিহত হওয়ার পর নিজেই গড়ে তোলে বিশাল ক্যাডার বাহিনী। বীরদর্পে চালিয়ে যায় সন্ত্রাসী কর্মকান্ড, নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসা, চাদাবাজী, ছিনতাই, ডাকাতি,জড়িয়ে পড়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে। এলাকার শান্তিপ্রিয় মানুষ এ কারনেই মিঠুন বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।
উল্লেখ্য,
Leave a Reply