নারায়ণগঞ্জের খবর: এলাকাবাসীর উদ্যোগে ১৫দিনের চেষ্টায় পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসন হয়েছে। এলাকাবাসীর এই উদ্যোগের খবরে ছুটে এসেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। গতকাল সোমবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করে এলাকাবাসীকে ধন্যবাদ জানান।এসময় তিনি এলাকার সমস্যা সমাধানে এলাকাবাসীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
সেন্টু বলেন, আমি আপনাদের সেবা দিতে চাই যেকোন সমস্যা হলে আপনারা আমার নিকট সরাসরি চলে আসবেন। আমি আপনাদের পাশে আছি আপনাদের এলাকার যে কোন উন্নয়ন করতে পারলে আমি খুশি।
তিনি বলেন, ইতিমধ্যে আমি আপনাদের এলাকার বেশ কয়েকটি রাস্তা, ড্রেন করেছি। পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্ত নিচু হওয়ায় পানি জমার কারন বলে জানান। তিনি এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে আলহাজ্ব বাহারুল, সাবেক মেম্বার আমজাদ,আলহাজ্ব বাহারুল হক বাহু,আলমগীর মোল্লাকে নিয়ে নারায়নগঞ্জের সদর উপজেলার ইন্জিনিয়ার দের নিকট পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ও হিন্দু পাড়ার ২৭০০ফুট নিচু রাস্তাটি উচু করার আবেদন করবেন।
সাবেক মেম্বার আমজাদ হোসেন মোল্লা ও আলহাজ্ব বাহারুল হক বাহু জানান, আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে ১৫দিন যাবৎ পিলকুনি এলাকার সকল ড্রেন পরিস্কারের কাজ সম্পন্ন করেছি। পাশাপাশি রাস্তার উপরের কাদা মাটি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আমজাদ হোসেন মোল্লা, আলমগীর হোসেন মোল্লা, আলহাজ্ব বাহারুল হক বাহু, কাউসার খন্দকার, নুরু, তালেব, রবিন, সিফাত, হাসিবুল হাসান নিলয়, আরমান, শাকিল, জয়,তম্ময়, অমি, সুমন, রাজু ও রনি প্রমুখ
Leave a Reply