September 27, 2023, 8:37 am
নারায়ণগঞ্জের খবরঃ সারাদেশের মত পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই ঊৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মোবারক হোসেনের। পবিত্র কোরআন তেলোয়াতের পর জাতীয় স্ংগিতের মাধ্যেমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থত ছিলেন দাপা আর্দশ উচ্চ বিদ্যালয়ে সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম,উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, আলহাজ্ব আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল হক, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,বীরমুক্তিযোদ্ধা, জহিরউদ্দীন মন্টু, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন,বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম,আওয়ামীলীগ নেতা নাছির মিল্কী, ইকবাল মোল্লা,হাজী ইসমাই মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভপতি,মাজেদা বেগম, সাবেক সভাপতি,মোস্তফা মোল্লা,সদস্য মজনুবিল্লা,মোহাম্মদ হোসেন, বতুল আপা প্রধান শিক্ষক জেসমিন, মাউনভিউ স্কুলের অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ,আব্দুল হাদী স্কুলের অধ্যক্ষ লাইজুবেগম, অত্র বিদ্যলয়ের শিক্ষক সামিম উপস্থত ছিলেন। মোবারক হেসেন বলেন,আজ থেকে একশত বছর পুর্বে বঙ্গবন্ধু জন্ম হয়েছিল বাংলদেশ বঙ্গবন্ধু জন্মবাষিকী পালন করার জন্য প্রস্তুত,আজ তারই কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারে দেশে বই উৎসব পালিত হছে, মাননীয় সাংসদ শামীম ওসমান এলাকার অনেক উন্নায়ন করেছেন। প্রধান অতিথি আবুল কাশেম বলেন তোমাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাদুলা করতে হবে। বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন,আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃতে মুক্তিযুদ্ধ করে দেশস্বাধীন করেছি। মোস্তফা মোল্লা বলেন,তোমাদেরকে সালাম দেয়া চর্চ্চা করতে হবে। প্রধান শিক্ষক বলেন ছাত্র/ ছাত্রীদেরকে নিয়মিত স্কুলে আসতে হবে।
Leave a Reply