বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব সংবাদদাতা শেখ মোঃ ইলিয়াস হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাণমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছে সম্মিলিত সাংবাদিক জোট। মঙ্গলবার বেলা ১২টায় সম্মিলিত সাংবাদিক জোটের আহবায়ক কমল খান ও যুগ্ম আহবাযক সাব্বির আহমেদ সেন্টুর নেতৃত্বে উক্ত স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য মাহফুজ আলম জাহিদ,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক,দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদুর রহমান দিপু,জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার আহবাযক এম আর হায়দার রানা,দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সহ-সম্পাদক নজরুল ইসলাম নয়ন,সাংবাদিক সংগ্রাম পরিষদের সভাপতি মনির হোসেন,দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম আব্দুল্লাহ,ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন আকরাম হোসেন প্রমুখ। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ।
Leave a Reply