রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ দৈনিক ডান্ডিবার্তায় মাদক ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ফটো সাংবাদিক মাসুদ আলীকে হত্যার হুমকী দিয়েছে পুলিশ সোর্স পান্না। সোমবার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে এই হুমকী প্রদান করে। এ ঘটনায় ফটো সাংবাদিক মাসুদ আলী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মাসুদ আলী জানায়, সোমবার ডান্ডিবার্তায় মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি তথ্যবহুল অনুসন্ধ্যানী সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে সোমবার দুপুরে পুলিশের কথিত সোর্স পান্না তার ব্যবহৃত মোবাইল ফোন নং ০১৭৭৭৯২৬৭৭২ থেকে আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে হত্যার করার হুমকী দেয়। এ ঘটনায় আমি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, সোর্স ডাকাত রনি, সোর্স পান্না এবং সোর্স সোহাগ নিজেদের স্বার্থ হাসিলে থানা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশ কিছু সদস্যদের সাথে সখ্যতা রেখে প্রকৃত মাদক ব্যবসায়ীদের আড়াল করতে বেশ কিছু সেলস্ম্যান ও মাদক সেবীদের মাদক ব্যবসায়ী বানিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এছাড়া এই তিন সোর্সকে টিকি মারা লিটনসহ ফতুল্লার বড় বড় মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা রয়েছে বলেও অভিযোগ স্থানীয়।
Leave a Reply