শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা শাহিমহল্লা এলাকায় আবুল কালাম(৫০) নামে এক নৈশ প্রহরিকে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনা কাউকে গ্রেফতার করতে পারেনি ফতুল্লা পুলিশ। নিহত আবুল কালাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাতপাশা গ্রামের মৃত আঃ গণি ঢালির পুত্র।
স্থানীয়রা জানায়, হত্যাকান্ডের শিকার আবুল কালাম এলাকার আলাউদ্দিন ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া এবং আঃ মতিনের বাড়ির নৈশ প্রহরি হিসেবে কর্মরত ছিলেন। বাড়ির মালিক মতিন মিয়ার জামাতা জানান, আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যাই এবং বুধবার সকালে এসে দেখি এক ঘরের মালামাল এলোমেলো এবং অপর রুমে নৈশপ্রহরি আবুল কালামের মুখে কচটেপ পেচানো গলাকাটা দেহ পরে আছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকান্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply