শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার পাগলায় সন্ত্রাসী হামলা নিহত ভিপি রাজিব হত্যা মামলার এজহার ভুক্ত আসামী সন্ত্রাসী সেলিম অরুফে চাঁদ শিকদার সেলিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় পাগলা বৌ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাজিব হত্যাকান্ডর ঘটনায় মঙ্গলবার সকালে নিহত রাজিবের বাবা আসু মিয়া তালুকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আর এই হত্যা মামলায় চাঁদ শিকদার সেলিম এজাহার ভুক্ত আসামী।
উল্লেখ্য, ফতুল্লার পাগলায় সোমবার মিঠুন বাহিনীর হামলায় আহত রাজিব ওরফে ভিপি রাজিব(২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যায়। এর আগে সোমবার দুপুরে পূর্ব শত্রæতার জের ধরে পাগলা জেলে পাড়া এলাকায় ভিপি রাজিবকে মোবাইল ফোনের মাধ্যমে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কুপিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীনাবস্থায় সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ভিপি রাজিব।
এ ঘটনায় রাজিবের বাবা আসু মিয়া তালুকদার বাদী হয়ে পাগলা জেলেপাড়ার মিঠুন(৩৭), রাব্বি(২৪), ইয়াসিন(২০),কাউছার (২৭), মিলন(৪০), আলামিন অরুফে কেবলা আলামিন(২৭), সানজিদ(৩৭), চাঁদ শিকদার সেলিম(৩৫),ফয়সাল (২২), সোলেমান অরুফে কুট্টি(৩৭), আ: জলিল(৫০), মানিক অরুফে কুত্তা মানিক(৪০)সহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা(মামলা নং ৬) দায়ের করেন।
Leave a Reply