September 27, 2023, 7:40 am
নারায়ণগঞ্জের খবরঃ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় বহন করে নানা অপরাধের জন্ম দিচ্ছে ফতুল্লা রেলস্টেশন এলাকার পান্না ওরফে সোর্স পান্না। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তিন যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় মামলা না করার শর্তে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরনীতে জানা যায়, শুক্রবার সকাল দশটায় সোর্স পান্না সহ ৭/৮ জনের একটি দল ফতুল্লা রেলস্টেশন এলাকায় সাইফুল ইসলামের পুত্র তুষার,একই এলাকার শহিদ মিয়ার পুত্র রাফি ও ইলেক্ট্রিক মিস্ত্রি সুমনকে আটকিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় এবং মারধর করে তাদের নিকট থেকে নগদ এগারো হাজার টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এ সময় যুবকদের নিকট থেকে পৃথক পৃথক তিনটি সাদা কাগজে স্বাক্ষর রাখা হয়েছে বলে যুবকরা জানায়।
স্থানীয়দের অভিযোগ, পান্না নিজেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফতুল্লার বিভিন্ন এলাকায় সাধারন মানুষকে নানা ভাবে হয়রানীসহ ছিনতাই,চাঁদাবাজী করে আসছে। পান্নার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এশাধিক অভিযোগ হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে ভুক্তভোগীরা হয়রানীর ভয়ে সোর্স পান্নার বিরুদ্ধে থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছে। এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পান্না তাদের সোর্স না।
Leave a Reply