বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জলবদ্ধার কারণে ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় সড়কে নৌকার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় জলাবদ্ধতা থাকার কারণে লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসিন্দারা পায়ে হেটে কিংবা রিকশার বদলে নৌকা দিয়ে যাতায়াত করেন। জলাবদ্ধতা দীর্ঘায়ীত হওয়ায় এখানে নৌকার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এমনটাই জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে লালপুর পৌষাপুকুরপাড়সহ আশপাশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানি জমে এই কৃত্রিম জলাবদ্ধতার সৃস্টি হয়। এখানে জলাবদ্ধতা সৃষ্টি হলেও এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কোন মাথা ব্যথা নেই। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারগন অনেকটাই দায়িত্ব এড়িয়ে চলছে।
স্থানীয় সূত্র জানায়, বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দেয়ার পর থেকেই এই সড়কে নৌকা চলাচল শুরু হয়। জলাবদ্ধতার সমস্যা সহসাই শেষ হচ্ছে ভেবেই স্থানীয়রা নৌকার সংখ্যা বৃদ্ধি করেছে। যদিও নৌকা ভাড়া অনেক বেশী কিন্তু পানিবন্দী বাসিন্দাদের জন্য কিছুটা হলেও কষ্ট লাগব হয়েছে।
Leave a Reply