June 1, 2023, 4:57 am
নারায়ণগঞ্জের খবরঃ ধারালো অস্ত্রসহ ৩ কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে ফতুল্লা পুলিশ। শনিবার বিকেলে দেওভোগ বাঁশপল্লিা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে রায়হান(১৯),সিয়াম(১৪),মিজান(১৪)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় নানা ধরনের অপরাধ সংগঠিত করে আসছে। শনিবার দুই গ্রুপ মুখোমুখি অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে রায়হান(১৯),সিয়াম(১৪),মিজানকে(১৪) গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ধারালো অস্ত্র পাওয়া যায়। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, কিশোর অপরাধেিদর গ্রেফতার অভিযান অব্যাহ রয়েছে। পর্যায়ক্রমে ফতুল্লা প্রতিটি পাড়া মহল্লায় এই অভিযান চলবে।
Leave a Reply