রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ করোনা ভাইরাসের দোহাই দিয়ে ফতুল্লার বাজার গুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পরা ভীড়।আর এমন পরিস্থিতিতে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম।মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাজার গুলোতে পেয়াজের দাম কেজি প্রতি বৃদ্বি পেয়েছে ১৫ থেকে ২০ টাকা।নানা জাতের চাউলের প্রতি বস্তায় প্রকার ভেদে বৃদ্বি পেয়েছে ২০০ থেকে ৬০০ টাকা করে।ডিম,আাদা-রসুন,সোয়াবিন তেল,লবন সহ নানা দ্রবাদীর মূল্য মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হু হু করে বৃদ্বি পেয়েছে।
ফতুল্লা বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানায়,বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাৎ করেই বাজারে ক্রেতাদের সংখ্যা বৃদ্বি পেয়েছে।কারো কারো মতে দুপুরের পরে বাজারে ক্রেতাদের ভীড় এতোটাই লক্ষনীয় যে ঈদের বাজারে ও এতোটা ভীড় দেখা যায়না।
সন্ধ্যায় ফতুল্লা বাজার গিয়ে দেখা যায় কয়েক ঘন্টার ভিতরে এক লাফে পিয়াজের মূল্য কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। চাউলের বাজার সহ প্রতিটি দোকানেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর মূল্য তাদের ইচ্ছে মতো বৃদ্বি করে বিক্রি করছে।
বাজার করতে আসা এক ক্রেতা জানান সকালে আমি এই বাজরে থেকে এক কেজি পেয়াজ কিনেছি ৪০ টাকা করে এখন এসে দেখি ৫০ টাকা কেজি। শুধু তাই নয় বিক্রেতারা বলছেন কাল নাকি দাম আরো বাড়বে। পেয়াজ বিক্রেতার কাছে দাম বৃদ্ধি কথা জানতে চাইলে বলেন, করোনাভাইরাসের কারনে ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। ভারত থেকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনে বিক্রয় করতে হবে। এবং সামনে আরো দাম বাড়তে পারে। অপরদিকে এক চাউল ব্যবসায়ী জানায় গোড়া থেকে দাম বৃদ্বি করেছে তাই তাদের ও সেই মোতাবেক বেশী দামেই বিক্রি করতে হচ্ছে।
তবে সচেতন মহলের মতে কিছু অসাধু ব্যবসায়ীরা করানাভাইরাসকে ইস্যু করে নিত্য প্রয়োজনী দ্রব্যের দাম বৃদ্ধি করে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। তাই ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান ক্রেতারা।
Leave a Reply