নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় কিশোর গ্যাং লিডার রনি ওরফে ডিব্বা রনি (১৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার(১৯জুন) সন্ধ্যায় তাকে ফতুল্লা থানার শারজাহান রোলিং মিলস এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রনি ওরফে ডিব্বা রনি ফতুল্লার শারজাহান রোলিং মিলস এলাকার জাহাঙ্গীরের পুত্র বলে জানা যায়।
থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত সঙ্গীয় ফোর্স সহ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শারজাহান রোলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই,মারামারি সহ নানা সহিংসতার অভিযোগে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রনি ওরফে ডিব্বা রনি কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত জানান,গ্রেফতারকৃত ডিব্বা রনি ২০২০ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখে আক্তার নামক এক যুবক কে কুপিয়ে হত্যা করার চেস্টার করে।সেই ঘটনায় ফতুল্লা থানার দায়ের করা মামলার ১ নং আসামী হলো গ্রেফতারকৃত ডিব্বা রনি।তাছাড়া তার বিরুদ্ধে ছিনতাই,মাদক ব্যবসা, মারামারি,দস্যুতা সহ নানা সমাজ বিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Leave a Reply