November 30, 2023, 11:19 pm
নারায়ণগঞ্জের খবরঃ কোচিং সেন্টারের ফেস্টুন সাটাতে গিয়ে ফতুল্লার স্টেশন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (২৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইনপা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
কোচিং শিক্ষক সাইফুল ইসলাম ভৈরবের কুলিয়ারচরের ওসমানপুরের নুরুল ইসলামের ছেলে। বুধবার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার যোগদান করার কথা ছিল। সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভাসের কোচিং সেন্টারে শিক্ষকতা করতো। নিহত সাইফুলের লাশ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এলাকাবাসীর প্রশ্ন, একটি কোচিং সেন্টারের ফেস্টুন কোন কাজের মানুষকে দিয়ে উঠানোর নিয়ম থাকলেও কোচিং সেন্টারের মালিক কেন একজন শিক্ষককে দিয়ে করাতে গেলেন। ফেস্টুন সাটানোর পূর্ব কোন অভিজ্ঞতা না থাকায় সাইফুলকে অকালে প্রাণ দিয়েছে। এর দায় কোচিং সেন্টারের মালিক বিভাস এড়াতে পারে না। এছাড়া যেখানে শিক্ষক সাইফুল বিদ্যুস্পৃস্টে আহত হয়ে পরেছিলেন, তার উল্টো পাশে বিভাসের বাবার নন্দিতা ইলক্ট্রিকের দোকান রয়েছে। কিন্তু তিনি একটি বারের জন্যও সাইফুলকে দেখতে যাননি বলে স্থানীয়দের অভিযোগ।
Leave a Reply