June 7, 2023, 5:35 am
নারায়ণগঞ্জের খবর: ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে কিছু পোশাক কারখানা খোলা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে কাজে যোগ দিয়েছেন বেশকিছু শ্রমিক।
শ্রমিকরা বলছেন, গার্মেন্টস মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাজ করতে হয়। করোনা সংক্রমণের ঝুঁকি সত্বেও পেটের দায়ে কাজে যোগ দিয়েছি।
জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অঞ্চলভিত্তিক কিছু পোশাক কারখানা চালুর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ থেকে নারায়ণগঞ্জে ১০ শতাংশ কারখানা চালু করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে একাধিক কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে প্রায় ৮৫০টি পোশাক কারখানা আছে। বিসিক শিল্পনগরীতে আছে ২০টির মতো কারখানা।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহেদুল আলম বলেছেন, ‘লকডাউন ভেঙে বাইরে থেকে নারায়ণগঞ্জ জেলায় কোনো শ্রমিক প্রবেশ করতে দেওয়া হয়নি। শ্রমিকদের বড় অংশ কাজ করে সুইং সেকশনে। এ সেকশন সীমিত পরিসরে চালু করা হবে।’
Leave a Reply