নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার সরকারী তেল ডিপো মেঘনা ডিপোর শ্রমিক ফান্ডের নামে ট্যাংক লড়ী থেকে চাঁদা আদায়ের অভিযোগেে আফসু ওরফে তেল চোরা আফসুর ভাতিজা রাজিবকে আটক করেছে (৩৫) ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় আফসু এবং সালাউদ্দিন দৌড়ে পালিয়ে বলে স্থানীয়রা জানায়।
আটক রাজিব ফাজিলপুর এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে এবং ফতুল্লার শীর্ষ তেল চোর আফসার উদ্দিন আফসুর ভাতিজা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তেল চোরা আফসু ও তার ছোট ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়।
আফসু ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়ণের কথিত চেয়ারম্যান। একই কমিটির সাধারণ সম্পাদক তেল চোর ও জুয়াড়ি শাহিন। মূলত তাদের নির্দেশেই এই চাঁদা আদায় করে রাজিব ও কাশিপুরের বাবুল। বাবুল আফসুর ভায়রা।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হত। শ্রমিকদের পক্ষ থেকে এমন অভিযোগ আসে। পরে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে তাকে আটক করা হয়। অন্যদেরকেও আটকের চেষ্টা চলছে।
Leave a Reply