December 9, 2023, 11:40 am
নারায়ণগঞ্জের খবরঃ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হাতে ১১,১৮৭ জন পলাতক আসামীর গ্রেফতারী পরোয়ানা তালিকা তুলে দিয়েছে ফতুল্লা পুলিশ। এসময় আসামীদের ধরিয়ে দিতে সবার কাছে সহযোগীতা চাওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার সভা কক্ষে এক আলোচনা সভায় পলাতক আসামীদের নামের তালিকা তুলে দেয়া হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ফতুল্লা থানায় ৮০ থেকে ১‘শ জন পুলিশ অফিসার কাজ করে। সকলেই ৬ মাস, ১ বছর কিংবা ২ বছর কাজ করে চলে যাচ্ছে। তাই এ পুলিশ অফিসার গুলোর পক্ষে অপরাধী যাচাই করা সম্ভব হয় না। তাই আপনারা এলাকার মানুষ, আপনারা চিনেন এরা কারা? তাই উপরস্থ কর্মকর্তাদের নির্দেশে এ গোপন তালিকা আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনার এগুলো প্রচার করুন। আসামীদের চিহিৃত করে আমাদের জানান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ওসি (তদন্ত) হাসানুজ্জান, কমিউনিটি পুলিশ ফতুল্লা থানা কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
Leave a Reply