November 30, 2023, 11:23 pm

ফতুল্লায় পাঁচ শতাধীক নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য জেলা থেকে নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসের সংক্রমন বেশি। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মতে করোনায় নারায়ণগঞ্জ হটস্পট।
এজেলায় দেশে প্রথম করোনা আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। তখন জেলা প্রশাসন তাৎক্ষনিক লগডাউন না করায় দ্রুত করোনার সংক্রমন বেড়ে যায়।
এতোদিন জনসাধারনের মাঝে করোনার ভীতি না থাকলেও এখন দেখা দিয়েছে। এতে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ফতুল্লা থেকে রাতে অন্ধকারে নানা কৌশলে বিভিন্ন জেলায় পালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে পৃথক  পৃথক স্থান থেকে প্রায় পাঁচ শতাধীক নারী পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নিজ নিজ বাস স্থলে পৌছে দেয় পুলিশ। তবে তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড আটক রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রাত সাড়ে ১১টায় বাল্কহেড যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ধাওয়া করে প্রায় ৭২ জন যাত্রীকে আটক করা হয়। পরে যাত্রীদের যেখান থেকে উঠেছিল সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং ট্রলার ও বাল্কহেড আটক করা হয়েছে।
একই রাতে ফতুল্লার টাগারপার হতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রী ভর্তি তিনটি পিকআপ আটক করা হয়। এতে প্রায় দেড় শতাধীক যাত্রী ছিলো।
তিনি আরো জানান, এ রাতেই মাওরাপট্টি হতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রিভর্তি চারটি পিকআপ আটক করা হয়েছে। এসব পিকআপে প্রায় দুই শতাধীক যাত্রী ছিলো।
ওসি জানান, পঞ্চবটি থেকে কিশোরাগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় প্রায় ৬০ জন যাত্রীসহ একটি ট্রাক আটক করা হয়।সকল যাত্রীকে যেখান থেকে উঠেছিল সেখানে যেতে দেয়া হয়েছে। প্রতিটি গাড়িই থানা হেফাজতে নেয়া হয়েছে।
আটককৃতরা জানান কাজকর্ম নেই তাছাড়া এখানে থাকা ও তাদের জন্য অনেকটা ঝুকি তাই তারা গ্রামের বাড়ীতে ফিরে যাচ্ছেন।আটকৃতরা রাজশাহী,কুস্টিয়া,দিনাজপির,সাতক্ষী,, রংপুর জেলার বাসীন্দা বলে জানা যায়। উল্লেখ্য যে  গত সোমবার ও নদী পথে ট্রলার যোগে সাতক্ষীরা যাবার পথে ফতুল্লা থানা পুলিশ ৫৭ জনকে আটক করে।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD