সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ পুলিশের নিকট স্বাক্ষী দেওয়ার জের ধরে রিক্সার গ্যারেজ মালিক সেলিমকে(৩২) মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ফতুল্লার লালপুর পৌষপুকুর পাড়-আলআমীন বাগ,টাগার পাড় এলাকার পেশাধার, চিন্থিত ছিনতাইকারী আবদুল্লাহ ওরফে বাবা আব্দুল ও তার সহোযোগি সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে দশটায় ফতুল্লা মডেল থানার লালপুর পৌষপুকুর পাড় এলাকায়। এ ঘটনায় রিক্স্রার গ্যারেজ মালিক মোঃ সেলিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,চলতি মাসের তিন তারিখে পুলিশ একটি ঘটনায় মামলায় আবদুল্লাহ কে গ্রেফতার করে একটি চুরি মামলায় আদালতে প্রেরন করে।।সে তখন পুলিশের নিকট ঘটনাটির স্বাক্ষ প্রদান করে। এতে করে আবদুল্লাহ তার উপর ক্ষিপ্ত ছিলো। চারদিন জেলা কারাগারে আটক থাকার পর আদালত থেকে জামিন নিয়ে মঙ্গলবার বিকেলে আবদুল্লাহ কারাগার থেকে বেরিয়ে আসে। একই দিন রাত সাড়ে দশটায় আবদুল্লাহ ও তার সহোযোগি একই এলাকার দুলাল কসাইয়ের পুত্র সজীব,রিপন,গাবতলী টাগাড়পাড় এলাকার সবুজ সহ ৭/৮ সন্ত্রাসীকে নিয়ে পৌষপুকুরপাড় বাজার এলাকায় গ্যারেজ মালিক সেলিমকে মারধর করা সহ সাথে থাকা নগদ ১৯ হাজার নয়শত চল্লিশ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর ফতুল্লা থানার এস আই মামুন আসামীদের গ্রেফতারে অভিযান চালালে কাউকে গ্রেফতার করতে পারেনি।
Leave a Reply