নিজস্ব প্রতিবেদক: জুয়ার আসর থেকে ফতুল্লার পাগলার পপুলার স্টুডিওয়ের মূর্তিমান আতংক শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী শাহালম সহ দশ জুয়াড়ী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৩জুলাই)রাতে তাদের কে ফতুল্লার পাগলা পপুলার স্টুডিও থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম (এক বান্ডিল তাস) সহ নগদ এগার হাজার পাঁচশত পঁচাত্তর টাকা উদ্বার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুলার পাগলার পপুলার স্টুডিওর শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মৃত আলমাস মিয়ার পুত্র শাহালম(৪২),পাগলা তোফায়েল মেম্বারের ভাড়াটিয়া রুবেল হোসেন(৩০), পাগলা জেলেপাড়ার মৃত হারেচ মিয়ার পুত্র কামাল(৩৫),একই এলাকার মৃত ইদ্রিসের পুত্র সেন্টু(৩৪),পাগলা নয়ামাটির সিরাজ মিয়ার বাড়ীর মজিবর মোল্লার মনির হোসেন(৩৫),পাগলা দোপাতিতার আঃ গফুর মোল্লার পুত্র আব্দুল খালেক (৪৮),পাগলা নয়ামাটি মুসলিমপাড়া আঃ কুদ্দুসের পুত্র শামীম(৩৭),পাগলা শান্তি নিবাস তেলওয়ালা মামলা হোসেনের বাড়ীর ভাড়াটিয়া রহমানের পুত্র ইউসুফ (৩৮),পাগলা ধোপাতিতা, মালিবাড়ি কোনাবাবুর বাড়ীর মৃত সুরেশ চৌহানের পুত্র স্বপন চৌহান (৩৫) পশ্চিম নন্দলালপুর, রুবেল এর বাড়ীর ভাড়াটিয়া মজিবুর রহমানের পুত্র মাসুম (২৬), ও পাগলা পপুলার বাবা: ১৮৭ষ্টুডিও, আওয়াল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া আঃ রহিমের পুত্র টিপু (২৮)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত এগারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস,এম শামীম সঙ্গীয় ফোর্স সহ পাগলা সাকিনস্থ পপুলার স্টুডিও আউয়াল সাহেবের টিনের চালা বাশেঁর চাটাই বসত ঘরের মধ্যে অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী শাহালম সহ দশ জুয়ারী কে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ ঘটানাস্থল থেকে এক বান্ডিল তাস ও নগদ এগারো হাজার পাঁচশত পচাত্তর টাকা উদ্বার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply