নিজস্ব প্রতিবেদকঃ স্কুল ব্যাগের ভিতরে বইয়ের পরিবর্তে ফতুল্লা পুলিশ পেলো গাঁজা।সোমবার(৭জুন)সকালে ফতুল্লা পাগলা শাহি মহল্লার আকনপট্টি গলির বশিরের ঘর থেকে ১কেজি গাঁজা ভর্তি স্কুল ব্যাগটি উদ্ধার করে পুলিশ।
তবে গাঁজার মালিক মাদক ব্যবসায়ী বশির কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।পলাতক মাদক ব্যবসায়ী বশির পাগলা শাহি মহল্লার আকনপট্টির মৃত আনসার আলীর পুত্র।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পাগলা শাহিমহল্লার আকন পট্টির বশিরের বাসায় অভিযান চালায়।এ সময় বশিরের ঘরে ভিতরে একটি স্কুল ব্যাগ পায় পুলিশ।পুলিশ স্কুল ব্যাগ খুলে দেখে স্কুল ব্যাগের ভিতরে বইয়ের পরিবর্তে কাগজে মোড়ানো রয়েছে গাঁজা।
উপ- পরিদর্শক ইমানুর জানায়,পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ বাসায় অভিযানের পূর্বেই বিকল্প গোপন পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক ব্যবসায়ী বশির।তবে গাঁজা ভর্তি স্কুল ব্যাগটি নিজ বিছানার উপর ফেলে রেখে যায়।পরে স্কুল ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
Leave a Reply