November 30, 2023, 8:17 am
নারায়ণগঞ্জের খবর: ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে মুখে ও শরীরে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়ে পালিয়েছে পায়েল মিয়া নামে এক পাষণ্ড স্বামী।
ঘুমের মধ্যেই স্ত্রী পাপড়ী চিৎকার করলে পরিবারের সদস্যরা সজাগ উঠে উঠলে পাষণ্ড স্বামী দৌড়ে পালিয়ে যায়। তখন আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী পাপড়ী আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে রাতেই বাসায় চলে আসেন পাপড়ী আক্তার।
রোববার (১১ অক্টোবর) ফতুল্লার রসুলপুর এলাকায় আমির হোসেনের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটলে সোমবার ফতুল্লা থানায় অভিযোগ করা হলেও পুলিশ তদন্তে ঘটনাস্থলে যায়নি।
আহত পাপড়ী আক্তার পিরোজপুর জেলার উদয়কাঠি এলাকার নাজিম উদ্দিন হাওলাদারের মেয়ে। আর তার স্বামী পায়েল মিয়া রংপুর জেলার গঙ্গাচরা থানার বুড়িরহাট মিরাজপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
পাপড়ী আক্তার জানান, পায়েল মিয়ার সঙ্গে ১০ বছর আগে তার বিয়ে হয়। তাদের সংসারে আলিফ (৭) নামে এক পুত্র সন্তান জন্মের পর থেকে ৭ বছর হয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি ফতুল্লার রসুলপুর এলাকায় চলে আসে।
সন্তানকে বাবা মায়ের কাছে রেখে পাপড়ী গার্মেন্টে কাজ করেন। ৭ বছরের মধ্যে তার স্বামী তাদের কোনো খোঁজখবর নেয়নি।
Leave a Reply