বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থানায় মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) বিকালে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ঈমানী পুলিশ ব্যবস্থা কায়েম করতে পুলিশ সর্বক্ষেত্রে কাজ করছে।জেলা পুলিশ সুপার প্রতিটি থানা মনিটরিং করার জন্য থানা হাজত খানা থেকে কক্ষে সি,সি,ক্যামেরা স্থাপন করেছে।তিনি আরো বলেন,থানা পুলিশের নিকট এসে সেবা না পেলে আপনারা আমাদের কে জানান।বর্তমানে পুলিশ স্বচ্ছতা নিয়ে কাজ করছে।যদি কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ পাওয়া গেছে তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।পুলিশের নাম ভাঙ্গিয়ে যদি কেউ বিশেষ করে পুলিশের সোর্স পরিচয় বহন করে প্রভাব বিস্তার করতে চাইলে তাকে পুলিশের হাতে তুলে দিন।
এসময় ফতুল্লা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী,সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহামুদ, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুরু,ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply