রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লার ডি,আইটি, মাঠের কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। বুধবার(৭ আগষ্ট) দুপুরে তিনি ফতুল্লার গরুর হাট পরিদর্শনে যান ।
ফতুল্লা বাজার পশুর হাট পরিদর্শনের সময় হাটের ইজারাদার থানা যুবলীগের সভাপতি মীর সোহেল ও আলীগঞ্জ কোরবানী পশুর হাটেরইজাদার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির পুলিশ সুপারের কাছে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। পরিদর্শনকালে পুলিশ সুপার বিভিন্ন কোরবানী পশুর দাম শুনেনএবং হাটেআসা ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন। নিরাপত্তা বিষয়ে তদারকি করেন এবংফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা পরিদর্শক মো. সাজ্জাদ রোমন প্রমূখ।
Leave a Reply