শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের জীবানু বহনকারী এডিস মশা নিধন ও এর প্রজনন ঠেকাতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ। শনিবার ৩ আগস্ট সকাল ১০টা ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফগিং মেশিন দিয়ে মশক নিধনে ফতুল্লা বাজার থেকে এ কার্যক্রম শুরু হয়। এসময় বাজারের প্রতিটি রাস্তায় ও ড্রেনে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাংবাদিক কামাল আহমেদ, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, যুবলীগ নেতা তরুণ, মাসুদ, মিরাজ প্রমুখ।
মশক নিধন কার্যক্রমের বিষয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। লোকবল ও মেশিন কম থাকায় একটু সময় লাগবে। আরো কিছু ফগার মেশিন হলে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় দ্রæত এ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
Leave a Reply