September 26, 2023, 5:03 am
নিজস্ব প্রতিবেদকঃ প্রভাব বিস্তারকে ফতুল্লার খোঁজপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শান্ত-দূর্জয়ের নেতৃত্বে পাইলট স্কুল এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় ৪-৫ জন আহত হয়েছে বলে জানা যায়। এলাকায় আতংক বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হলো কামরুল(২২) বাহার(২২)।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে দাপা বেপারীপাড়া এলাকার কামরুল গ্রুপ ও কবরস্থান রোড এলাকার শান্ত গ্রুপের মাঝে এলাকার প্রভাব বিস্তার কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে খোঁজপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শান্ত-দূর্জয় ৩০-৪০ জনের একটি বাহিনী নিয়ে দেশীয় তৈরী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। জাতীয় সেবা মাধ্যম ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply