বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা প্রেস ক্লাবে দুই বাংলা সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও গুণীজন সবংর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে এসয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা হাওড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দুই বাংলা অনলাই সাংবাদিক ফোরামের সভাপতি দেবাশীষ কোলে, স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম।
প্রধান আলোচক হিসেবে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের মহাসচিব আবদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সাংবাদিক, কবি সুমন গাঙ্গুলী, কথা সাহিত্যিক ও সাংবাদিক শুভেন্দু চ্যাটাজী,কলকাতার মডেল ও নৃত্য শিল্পীরোশনী ঘোষ, সাংবাদিক রিমি সরদার, কবি জাহাঙ্গীর ডালিম, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,সাংস্কৃতিক সম্পাদক জি এ রাজু, সাংবাদিক সোহেল হোসেন, মেহেদী হাসান রাসেল, শফিকুল ইসলাম জনি, বদিউজ্জামান, দেলোয়ার হোসেন,ফিরোজ রানা,কামাল আহমেদ প্রমুখ। এসময় সাংবাদিক হারুন অর রশিদ সাগরকে সভাপতি ও আবদুর রহিমকে সাধারন সম্পাদক ঘোষনা করে দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মায়ের আচঁল সামাজিক সাহিত্য পরিষদের সভাপতি কবি হারুন অর রধশদ সাগর।
Leave a Reply