বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: প্রণঘাতী ভাইরাসে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ফতুল্লা ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিকদের পিপিই ও মাস্ক উপহার দিয়েছেন উজ্জিবীত ডটকমের সাংবাদিক ফয়সাল। রোববার দুপুরে ফতুল্লার ফতুল্লা প্রেস ক্লাবের এসে সাংবাদিকদের হাতে তার উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: মাসুম, অর্থ সম্পাদ সেলিম হোসেন, উজ্জিবীত বাংলাদেশ ডটকমের সম্পাদক সোহেল আহমেদ প্রমু।
সাংবাদিক ফয়সাল করোনা ভাইরাসের শুরু থেকেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। রাত-বিরাতে কখনো খাদ্য সামগ্রী নিয়ে, কখনো রান্না করা খাবার নিয়ে ছুটে গেছে সমাজের অসহায়,দরিদ্রে মানুষের কাছে। তারই ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে ফতুল্লার একাধিক সাংবাদিককে তার এই উপহার তুলে দিয়েছেন।
Leave a Reply