September 26, 2023, 6:11 am
নারায়ণগঞ্জের খবরঃ শনিবার ২২ জুন বিকালে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি পদে প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশের আলো পত্রিকার সাংবাদিক কাজী আনিসুর রহমানকে নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট (২০১৯-২০২১ইং) কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্য পদে যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি পদে দি ডেইলি সান পত্রিকার সাংবাদিক মনির হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক ভোরের কথার সম্পাদক মোঃ আরিফুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে দৈনিক সচেতন পত্রিকার সাংবাদিক এ আর কুতুবে আলম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নারায়ণগঞ্জের শতকথা পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইয়াদ পত্রিকা ও কুয়াকাটা নিউজ-এর সাংবাদিক মুন্নি আলম মনি, দপ্তর সম্পাদক পদে দৈনিক সবার কন্ঠ পত্রিকার সাংবাদিক রাকিব চৌধুরী শিশির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে অগ্রবানী প্রতিদিন পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অগ্রবানী প্রতিদিন পত্রিকার সাংবাদিক জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য পদে নিউজ এন্ড ২৪ ডট কমের সাংবাদিক সৈয়দ শহীদুজ্জামান, কার্যকরী সদস্য পদে দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মোঃ শাহীন চৌধুরী ও কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের কথার সাংবাদিক মোস্তাক আহমেদ সুমন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রণজিৎ মোদক। এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মোবারক হোসেন চৌধুরী (হান্নান), আব্দুর রহমান লিটন ও সাংবাদিক নুর আমিন সহ আরো অনেকে।
Leave a Reply