বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার রেললাইন বটতলা এলাকার কছুর উদ্দিন মাস্টারের জমি জোরপূর্বক দখলের অভিযোগে উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় কছুর উদ্দিন মাস্টারের ছেলে ইসতিয়ার হোসেন হিরা বাদী হয়ে আ: রহমান, নুর ইসলাম ও দ্বীন ইসলামের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাযায়, কছুর উদ্দিন মাস্টার তার বসতবাড়ী নির্মাণের সময় বাড়ির পূর্ব পাশে ৩ ফুট জায়গা খালি রেখে বাড়ি নির্মাণ করেন। সম্প্রডু এই ৩ ফুট খালি জমি দখলে নেয়ার চেষ্টা করেন তার প্রতিবেশী তিন ভাই। জমি দখলের বিষয়ে একাধিকবার বাঁধা দেয়া হলেও তিন ভাই আ: রহমান, নুর ইসলাম ও দ্বীন ইসলাম কোন গুরুত্ব না দিয়ে দখলের চেষ্টা অব্যাহত রাখে।
গত সোমবার সকাল সাড়ে ১০টায় সীমা প্রচীর নির্মাণ করতে গেলে আ: রহমান, নুর ইসলাম ও দ্বীন ইসলাম লেঅকজন নিয়ে এসে বাঁধা প্রদানসহ মারধর করে নানা ভাবে হুমকী দেয়। এসময় মিথ্যা মামলা ফাঁসিয়ে হয়রানী করারও হুমকী দেয়া হয়। কছুর উদ্দিন মাস্টার জানায়, আমি বাড়ির পূর্ব পাশে ৩ ফিট জায়গা ফাঁকা রেখে আমার ৩ তলা বিল্ডিং নির্মাণ করি। কিন্তু কিছু দিন ধরে আ: রহমান, নুর ইসলাম ও দ্বীন ইসলাম আমার ৩ ফুট জমি দখলে নেয়ার চেষ্টা করে আসছে। তাদের নানা ভাবে বিরত রাখার চেষ্টা করে শেষ পর্যন্ত ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করতে বাধ্য হয়েছি। এদিকে ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার এসআই সালেকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখানে কোন ইটিপি প্লান্টের অস্থিত্ব পাওয়া যায়নি।
Leave a Reply