June 9, 2023, 5:03 am
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা থানাধীন শিল্পাঞ্চলের কল কারখানা, ডাইং, গার্মেন্টস গুলোতে গ্যাসের প্রেসার স্বাভাবিক রাখতে তিতাসের উপ মহাব্যাবস্থাপককে স্মারক লিপি দিয়েছে শিল্প মালিকদের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টায় চাষাড়া বালুর মাঠ সংলগ্ন তিতাস গ্যাস কার্যালয়ে মহাব্যাবস্থাপক প্রকৌশলী মোঃ মামুনুর রশিদের নিকট স্মারক লিপি তুলে দেন শিল্প মালিকদের প্রতিনিধিগন।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রো নিটিং এন্ড ডাইং লিমিটেড এর এজিএম এডমিন গৌর নিতাই দত্ত,বীকন নীট ওয়ার এর এজিএম মোঃ হাবীবুর রহমান,মাইক্রো ফাইবার গ্রুপের সিনিয়র ম্যানেজার আলামিন,আজাদ রিফাত ফাইবার লিমিটেড এর এডমিন অফিসার আব্দুল্লাহ আল বাকী,রূপসী গ্রুপের ম্যানেজার এইচআরডি মোঃ জাবেদ হোসেন,আবির ফ্যাসন লিমিটেড এর সহ মহা ব্যাবস্থাপক মাইনুল ইসলাম,এবলুম ডিজাইন লিমিটেড এর সহকারী ম্যানেজার এইচ আর সাখওয়াত হোসেন, এন আর গ্রুপের ডিজিএম রাজিব নন্দী, আই এফ এস টেক্সওয়ার ম্যানেজার সি এম আজমল হুদা প্রমুখ।
প্রতিনিধি দল তিতাসের মহা ব্যাবস্থাপককে বলেন গ্যাসের চাপ কম থাকায় আমরা মিল মালিকরা বায়ারদের সিডিউল মতো সিপমেন্ট দিতে পারছিনা। গ্যাসের চাপ কম হওয়ায় পূর্বের চেয়ে আমাদের প্রডাকশন কমে গেছে। যদি এই সমস্যার সমাধান দ্রুত সমাধান না করা হয় তাহলে বায়াররা ভবিষ্যতে অর্ডার দিতে অপরাগতা প্রকাশ করবে।
তিতাসের মহাব্যাবস্থাপক তাদের আশ্বাস দিয়ে বলেন তিনি তার উপরস্থ কর্মকর্তাদের সমস্যার বিষয়টি জানাবেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য সুপারিস করবেন।
Leave a Reply