শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সজল বিন ইবু, রায়হান আহমেদকে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের দায়িত্ব। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান রকি।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) নবগঠিত এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যা। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম, রাসেল আমীন তুষার, আল-আমিন, মোঃ নাইম, সাইয়্যিদিস সালেহীন তাজ, মোঃ মাহমুদুর রহমান ও মোঃ সিদ্দিকুর রহমান মিঠুন।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম শাওন, আকাশ মাহমুদ আশিক, তরিকুল ইসলাম নিলয়, মোঃ হোসেন ও মোঃ পারভেজ৷
১ নং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান রকি৷ সাংগঠনিক সম্পাদক হিসেবে আরো রয়েছেন মোঃ মোজাহিদ গাজী, মোঃ সিয়াম, আঃ কাদের ও ইমরান শিকদার রবিন।
দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান অন্তর। তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ অনিক।
নতুন এই কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংগঠনের সদস্য সচিব কেএম শহিদ উল্যার প্রতি৷ কমিটির পূর্বতন নেতৃবৃন্দের অবদানও স্মরণ করেন তারা৷ সেইসঙ্গে সুস্থ ও সংস্কৃতিমনা-ক্রীড়ামুখী নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রত্যয় ব্যাক্ত করেন তারা৷
Leave a Reply