বইমেলায় নাজমুল হাসানের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্জন শোভাযাত্রা’

34
নারায়ণগঞ্জের খবরঃ নাজমুল হাসান পেশায় একজন পুলিশ কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল নারায়ণগঞ্জ)। সফলভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন সমানতালে।
এবারের অমর ২১শের বইমেলায় তাঁর  প্রথম কাব্যগ্রন্থ ‘নির্জন শোভাযাত্রা’ আসছে। শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন কিংবদন্তী চিত্রশিল্পী ধ্রুব এষ। বইমেলায় বইটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীর স্টলে। স্টল নং ৬৭-৬৮-৬৯! এবং রকমারি ডটকমে।
নির্জন শোভাযাত্রার লেখক নাজমুল হাসান তাঁর প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে বলেন,  যাপিত জীবনের বিচ্ছিন্ন কিংবা নিরবচ্ছিন্ন অনুভূতিগুলো প্রকাশের প্রচেষ্টা এই বই। জীবনের অনিমেষ মুহূর্তগুলো, ভাব ও ভাবনার অনির্ণীত জগৎ, প্রেম ও দ্রোহের কোমল সংঘাত উন্মোচিত করার চেষ্টা ছিলো।
প্রত্যাশা এই যে, এই বইয়ের দুই-একটি লেখাও যদি কারো ভাবনা ও বোধের জগৎকে এতোটুকু স্পর্শ করে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে।
নিউজটি শেয়ার করুন...